মঞ্চে ফিরছে দেশ নাটক-এর ''দর্পণে শরৎশশী"

দ্রোহকন্যা ইশরাত নিশাত এবং শ্রদ্ধাভাজন আলী যাকের-এর স্মরণে ও অনুসরণে, দেশ নাটক নিয়ে আসছে তাদের বিশেষ প্রযোজনা ”দর্পণে শরৎশশী”। দীর্ঘ মহড়া এবং একঝাঁক প্রতিভাবান শিল্পীর সমন্বয়ে তৈরি এই নাটকটি কেবল বিনোদন নয়, বরং একটি শিল্পিত অভিজ্ঞতা।

আমাদের শো-এর টিকেট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রিয়জনদের নিয়ে নাটকটি উপভোগ করতে আজই আপনার আসন নিশ্চিত করুন।

দর্পণে শরৎশশী

শো-এর সময়সূচি:
📅 তারিখ: ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬
🕡 সময়: সন্ধ্যা ৭:০০ টা
📍 স্থান: মহিলা সমিতি, বেইলি রোড

টিকেট বুকিং নির্দেশনা

+880 1821-870414 (bKash)

আপনার টিকেট বুক করার জন্য অগ্রিম মূল্য পরিশোধ করতে হবে। টিকেট নিশ্চিত করতে নিচের ফর্মে আপনার নাম, ফোন নম্বর, এবং কোন মূল্যের কয়টি টিকেট প্রয়োজন তা উল্লেখ করুন। বিকাশ পেমেন্ট সম্পন্ন করার পর ট্রানজেকশন আইডি (Transaction ID) টি লিখে দিন।

(টিকেট কনফার্ম হয়ে গেলে আপনাকে WhatsApp-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।)

প্রয়োজনে : +880 1821-870414

Ticket